নবী (সঃ) বলেনঃ سبحان الله وبحمده سبحان الله العظيم (সুবহানাল্লাহি
অবিহামদিহি সুবহানাল্লাহিল আযিম) এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ ,
মীযানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়।
এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (সঃ) বলেনঃ পৃথিবীর সমস্ত
জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়।
সহিহ আল-
বুখারী-৭/১৬৮,
সহীহ মুসলিম-৪/২০৭২]।
সহীহ মুসলিম -৩/১৬৮৫, ৪/২০৭২
