প্রধান চার ফেরেশতার নাম:
১) জিবরাঈল,
** জিবরাঈল
(আঃ) কে সকল ফেরেশতার সরদার
বলা হয় এবং তিনি ওহী
নাযিল করার দায়িত্ব ছিল।
২) ইসরাফীল,
** ইসরাফীল
(আঃ) এর দায়িত্ আল্লাহর নির্দেশ
ক্রমে শিংগায় ফুৎকার দেয়া।
৩) মীকাঈল
ও
** মীকাঈল
ফেরেশতার কাজ বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন
প্রভৃতি কাজে নিয়োজিত।
৪) মালাকুল
মওত (আঃ)।
** মালাকুল
মওত। (আজরাঈল
নাম বিশুদ্ধ নয়) প্রাণীকুলের জান
কবজের কাজে নিয়োজিত
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘আল্লাহ তাআলা ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন,
যে আমার কোনো হাদীস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’
[-সুনানে আবু দাউদ ২/৫১৫]
ইসলামের শাশ্বত বাণী সবার কাছে পৌঁছে দেওয়া সকল মুসলিমের দায়িত্ব।
সুতরাং শেয়ার ও ট্যাগ করতে ভুলবেন না।