প্রধান চার ফেরেশতার নাম:

blogspot Saturday, 6 December 2014

 প্রধান চার ফেরেশতার নাম:

১) জিবরাঈল,

** জিবরাঈল (আঃ) কে সকল ফেরেশতার সরদার বলা হয় এবং তিনি ওহী নাযিল করার দায়িত্ব ছিল

২) ইসরাফীল,

** ইসরাফীল (আঃ) এর দায়িত্ আল্লাহর নির্দেশ ক্রমে শিংগায় ফুৎকার দেয়া

৩) মীকাঈল

** মীকাঈল ফেরেশতার কাজ বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত

৪) মালাকুল মওত (আঃ)

** মালাকুল মওত (আজরাঈল নাম বিশুদ্ধ নয়) প্রাণীকুলের জান কবজের কাজে নিয়োজিত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

 আল্লাহ তাআলা ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন,
যে আমার কোনো হাদীস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে
[-
সুনানে আবু দাউদ /৫১৫]
ইসলামের শাশ্বত বাণী সবার কাছে পৌঁছে দেওয়া সকল মুসলিমের দায়িত্ব
সুতরাং শেয়ার ট্যাগ করতে ভুলবেন না


Google+ Pinterest