আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ
"তিনটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায়ঃ
* আত্মীয়-স্বজন,
* তার মাল
ও তার আ'মল।
অতঃপর দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়।
তার আত্মীয়-স্বজন ও তার মাল ফিরে আসে এবং তার আ'মল (তার সঙ্গে) রয়ে যায়।"
রিয়াদুস সালেহীন- ১০৬,
বুখারী- ৬৫১৪,
মুসলিম- ২৯৬০,
তিরমিযী- ২৩৭৯,
নাসায়ী- ১৯৩৭,
আহমাদ- ১১৬৭০]
