দোয়া কবুল হবার উপযুক্ত সময়

blogspot Friday, 17 October 2014

দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময়ঃ 

১) আজানের সময় (আবুদাউদ,দারেমী)।
২) আজানের পর হতে নামাজের একামতের পূর্ব পর্যন্ত (তিরমিজি)।
৩) ফরজ নামাজের পরে (তিরমিজি)।
৪) সিজদারত অবস্থায় (তিরমিজি)।
৫) তাহাজ্জাত নামাজের পরে (বুখারি)।
৬) জুম্মার রাতে (তিরমিজি)।
৭) জুম্মার খুতবা হতে নামাজ শেষ না হয়াপর্যন্ত (মুসলিম)।
৮) জুম্মার দিন আসর হতে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত (তিরমিজি)।
৯) লাইলাতুল কাদরের রাতে (আবু দাউদ)।
১০) ঈদ উল ফিতরের রাতে। (আবু দাউদ)।
১১) হজের রাতে (আবু দাউদ)।
১২) ঈদ উল আজহার রাতে। (আবু দাউদ)।
১৩) জিহাদের ময়দানে ভীষণ লরাই চলাকালে। (আবু দাউদ)।


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
 ‘আল্লাহ তাআলা ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন, যে আমার কোনো হাদীস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে
[-সুনানে আবু দাউদ /৫১৫]  

ইসলামের শাশ্বত বাণী সবার কাছে পৌঁছে দেওয়া সকল মুসলিমের দায়িত্ব 
সুতরাং শেয়ার ট্যাগ করতে ভুলবেন না
Google+ Pinterest