নামাজে দাঁড়ানোর পর নষ্ট হওয়া একাগ্রতা ফিরিয়ে আনার উপায়:
১/ নামাজের সময় হলে নামাজকে অপেক্ষা করতে না বলে যে কাজে ব্যস্ত আছেন সেই কাজকে অপেক্ষা করতে বলুন। এর ফলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকবে না।
২/ আল্লাহ্ সামনে দাঁড়াবেন এই মনোভাব নিয়ে অজু শুরু করুন।
৩/ নামাজ শুরুও পূর্বে জায়নামাজে দাঁডিয়ে কয়েক মিনিট নিজের মনকে নামাজের দিকে টেনে আনতে চেষ্টা করুন। এতে নামাজে মনোসংযোগ বৃদ্ধি পাবে।
৪/ নিজেকে আল্লাহ্র সামনে উপস্থিত মনে করুন।
৫/ আল্লাহ আপনাকে দেখছেন। আপনি কি পড়ছেন, কিভাবে পড়ছেন তা তিনি শুনছেন ও অবলোকন করছেন- এই মনোভাব নিয়ে নামাজ পড়া শুরু করুন।
৬/ নামাজে ব্যবহৃত সুরাগুলোর এবং রুকু, সেজদার সময় যা পড়া হল সেগুলোর বাংলা অর্থের প্রতি মনোনিবেশ করুন। এর মাধ্যমেনামাজে অধিকতর মনোযোগী হওয়া যাবে। বাংলা অর্থ জানা না থাকলে প্রতিদিন কিছু কিছু করে জেনে নিতে চেষ্টা করুন।
